Monday, September 9, 2013

আপনার বিবেককে জাগ্রত করুন -বিবেকের কাছে প্রশ্ন করুন।

SUPPORT AWAMI LEAGUE, VOTE NOUKA ONCE AGAIN

আপনার বিবেককে জাগ্রত করুন -বিবেকের কাছে প্রশ্ন করুন। জোট সরকারের সংখ্যালঘু নির্যাতন
১। ২০০১ সালের নির্বাচনের পর সমগ্র বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন করলো কারা ? 
২। ২০০১ সালের নির্বাচনের পর পূর্ণিমা ফহিমা রীতা রানীদের সম্ভ্রম হানী করলো কারা। ? 
৩। ২০০১ সালের নির্বাচনের পর ভোলার ইউ পি সদস্য সেফালী সরকারের সম্ভ্রমহানী করলো কারা ?
৪। ২০০১ সালের ৪ঠা অক্টোবর লালমোহনের রীতা রানী দাসকে গনধর্ষণ করলো কারা ?
৫। ২০০১ সালের ৮ অক্টোবর উল্লাপাড়ার নিজ মায়ের সামনে পূর্নিমা রানীকে গনধর্ষন করেছিল কারা ?
৬। ২০০১ সালের নির্বাচনের পর মোল্লার হাটে বোমা বিস্ফারণ ঘটিয়ে হিন্দুদের মারলো কারা ?
৭। ২০০১ সালের নির্বাচনের পর মীরেরসরাইতে সংখ্যালঘুদের উপর হামলা করলো করা ?
৮। ২০০১ সালের নির্বাচনের পর রাউজানের প্রভাত দাসের বাড়ী জালিয়ে দিয়েছিল কারা ?
৯। আগৈলঝড়ার ১৪ বছরে কিশোরী রাসমনি বাইনকে নির্যাতন করেছিল কারা ?
১০। গৌরনদীর অন্ত:সত্ত্বা সাবিত্রী দাসকে গন ধর্ষণ করেছিল কারা ?
১১। অন্নদাপ্রসাদ গ্রামের বাল্য বধির সেফালী রানী দাসকে ধর্ষন করেছিল কারা ?
১২।বাঁশখালিতে ১৩ জন সংখ্যালঘুকে পুড়িয়ে মেরেছিল কারা ?
১৩। লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নে নিজ বাড়ীতে গৃহবধু সুজাতা রানীকে ধর্ষন করেছিল কারা ?
১৪। আগৈলঝড়ার ইউপি সদস্য রেনুকা রানীকে ধর্ষন করেছিল কারা ?
১৫। গফরগাওয়ের জ্যোতস্নাকে গণধর্ষন করেছিল কারা ?
১৬। চট্টগ্রামের চন্দনাইশে হিন্দু পাড়ায় হামলা করেছিল কারা ?
১৭। বাগেরহাটের যাত্রাপুরের ঠাকুর বাড়িতে এক রাতে ২৩ জন গৃহবধূকে ধর্ষণ করেছিল কারা ?
১৮। নাজিরহাট কলেজের অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহরীকে হত্যা করলো কারা ?
১৯। ২৩। রামু বৌদ্ধ মন্দিরে হামলা করে জ্বালিয়ে দিলো কারা ?
২০। আবারো কি লক্ষ লক্ষ সংখ্যালঘু দেশ ছাড়া হবে ?

বঙ্গবন্ধুকে হত্যার কারণ বাঙালির প্রতি তাঁর অকৃত্রিম ভালবাসা

SUPPORT AWAMI LEAGUE, VOTE NOUKA ONCE AGAIN

বঙ্গবন্ধুকে হত্যার কারণ বাঙালির প্রতি তাঁর অকৃত্রিম ভালবাসা সূধীজন প্রতিক্রিয়া….

 
যারা ভেবেছিল ১৫ই আগস্ট জাতির জনককে হত্যা করে ইতিহাসের স্রোতস্বিনী নদীর পথ বদলে দেবে তারা ভুল করেছিলো। যারা ভেবেছিল দেবশিশু রাসেলকে হত্যা করে এদেশের ভবিষ্যৎ এর মুখে কুলূপ এঁটে দেবে তারা ভুল করেছিলো। যারা ভেবেছিল ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে এদেশের নিয়মকানুনের ধারার পায়ে বেড়ি পেরিয়ে দেবে তারাই’ তারা সকলে ভুল করেছিল। ইতিহাসের শাখা প্রশাখা ঘুরে মহাত্মা গান্ধীকে দেখতে পেয়েছিলাম যিনি অহিংসার পুজারী ছিলেন। নাথুরাম গডস নামক একজন ঘৃণিত মানুষ তাকে হত্যা করেছিল। রোম সম্রাট জুলিয়াস সিজার এর সাথে নিরস্ত্র অবস্থায় বিশ্বাসঘাতকতা করেছিল তাকে হত্যার মাধ্যমে। সমাজতান্ত্রিক আদর্শে উজ্জীবিত চিলির প্রেসিডেন্ট আলেন্দ্রেকে কুচক্রীরা হত্যা করেছিল। পাবলো নেরুদার মতো দেশপ্রেমিক যার হ্রদয় ছিল স্বদেশ, স্বদেশেরই করুণ ট্রাজেডির শিকার তিনিও। এভাবে পৃথিবীর অসংখ্য সূর্যসন্তানদের উচ্চাভিলাষী দুর্বল সংকীর্ণ মানুষগুলো হত্যা করলেও এই ভালবাসার মানুষগুলো দেশ হয়ে উঠে।
১৯২০ সালে টঙ্গিপাড়ায় যে ছেলেটির জন্ম হয়েছিল পরাভূত বাঙালির মুক্তির জন্য যিনি দীর্ঘজীবন কারাগারে অন্তরীন থেকেও মুক্তির নেশায় উব্দেলিত ছিলেন যারা লালিত স্বপ্ন একদা মুক্তির সংগ্রামে উদ্বুদ্ধ করে বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের জন্মদান সম্ভব হয়েছিল সেই অসম সাহসিক ভালবাসার মানুষটিকে নির্মমভাবে ষড়যন্ত্রের বেড়ায় আবদ্ধ করে ১৫ই আগস্ট ১৯৭৫ সালে স্বপরিবারে হত্যা করা হয়েছিল। এদেশপ্রেমিক মানুষটিকে হত্যার মাধ্যমে তিনি দেশ কেন বাঙালির হৃদয়ে পরিণত হয়েছিলেন।
তাঁর আত্মার স্পন্দন জাতির বিবেকের কাছে অবিচ্ছেদ্য হয়ে পড়েছে। বিচ্ছেদ ও বিষাদে ঢাকা তার বত্রিশ নম্বর ধানমন্ডি প্রতিটি বাঙালির দীর্ঘশ্বাসে উপজীব্যতা পেয়েছে। প্রজন্ম থেকে প্রজন্মের মুখে সেঁটে গেছে এক রাসেলের নিষ্পাপ মুখ।
পৃথিবী যতদিন থাকবে’ ততদিন যেমন বঙ্গবন্ধুর অবিস্মরণীয় ভালবাসা, দেশপ্রেম, ৭ই মার্চ থাকবে। তেমনি থাকবে খন্দকার মোশতাকসহ সমস্ত মানবতা ও সভ্যতাবিরোধী মানুষগুলোর নাম ব্র“টাস্ মীর জাফরদের কলঙ্কিত অধ্যায়ে। ওরা পশু ছিলানা কারণ পশুরা প্রকৃতির নিয়মে চলে। ওরা মানব নামে দানব ছিল। ছিল বলেই রাতের আলো আধারীতে ষড়যন্ত্রে বেড়াজাল বুনতে ভালবাসতো। একাত্তরে যারা জেনারেল ইয়াহিয়া, জুলফিকার আলী ভূট্টোর পা চেটেছিল, ১৯৭১ সালে যারা নিক্সন কিসিঞ্জারের বিদেশনীতিতে উষ্কে উঠেছিল, যারা স্বাধীনতার বিরুদ্ধে চক্রান্তকারী ছিল তারাই ১৯৭৫ সালে জাতির জনককে সমূলে উৎপাটনের প্রক্রিয়ায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিল। ভাবতে অবাক লাগে তৎকালীন সেনা অফিসার জিয়াউর রহমান বঙ্গবন্ধু মৃত্যুর ৭ দিনের মধ্যেই সেনাপ্রধানের দায়িত্ব নিয়েছিলেন। পরবর্তীতে রাষ্ট্র ক্ষমতা গ্রহণের পর বঙ্গবন্ধুর খুনীদের দেশের সূর্য সন্তান স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ সিভিল সার্ভিসে অর্ন্তভূক্তি ও ইনডেমনিটি অধ্যাদেশ জারী করেছিলেন। বাঙালির ইতিহাস বিভ্রান্তি অবাক করে, সঠিক ইতিহাস দিনের পর দিন বিকৃত করা হয়েছে। মুছে দেওয়া হয়েছিল সংবিধানের বিভিন্ন গুরুত্বপূর্ণ ধারা।
স্বাধীন বাংলাদেশকে স্বাধীনতা পরবর্তীকালীন সময়ে ১২১ টি দেশ স্বীকৃতি দান করেছিল অথচ, কেন ১৯৭৫ সনে এসে ১৬ই আগস্ট সৌদিআরব ও ৩১ শে আগষ্ট চীন স্বীকৃতি দেয়? এবং লিবিয়া কিভাবে বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয় দান করে? কেন বৈদেশিক অর্থের যোগান ঘটে ? কিভাবে সি.আই.এ বঙ্গবন্ধুর খুনের সথে চক্রান্তে ছিল ?।
কেন পরাজিত পাকিস্থান বাহিনী ১৫ই আগষ্টকে অভ্যূত্থান বলে ঘোষনা দিয়েছিল ? সেই আগস্ট মাসেই কিভাবে পাকিস্থান ৫০ হাজার টন চাল দেড় কোটি গজ কাপড় বাংলাদেশকে তৃপ্তিভরে উপঢৌকন দেয়। তারজন্য একদিন আর্ন্তজাতিকভাবে তাদের ক্ষমা চাইতেই হবে। কারণ যেখানে বঙ্গবন্ধুর শরীরে দেশের মাটি উর্বর হয়েছে, সেখানে পদ্মা-মেঘনা-যমুনা বঙ্গবন্ধুর পরিবারের রক্তে স্রোতস্বিনী নদীতে বান ডেকেছে। যেখানে জাতীয় চারনেতার নিঃস্বার্থ দেন ও সর্বোচ্চ মানে বাংলার পাহাড় উপত্যকা সমৃদ্ধ হয়েছে, সেখানে কোন চক্রান্ত ও দূরভীসন্ধিকারী পালাবার পথ খুঁজে পাবেনা।
১৫ই আগষ্টের পর ৩রা নভেম্বর পর্যন্ত পুরো বাংলাদেশকে থামিয়ে দেয়া হয়েছিল। রাতের ঢাকাতে ছিল আর্মির হুইসেল, ট্যাংকের ঝমঝম দানবের শব্দ, নিষ্ঠুর, কৃপন, কপট, ধূর্ত মানুষগুলোর আভ্যন্তরীন ও আর্ন্তজাতিক ষড়যন্ত্রের ফিসফিস রঙ্গালাপ। আমাদের চারনেতা সৈয়দ নজরুল ইসলাম, কামরুজ্জামান, মনছুর আলী ও তাজউদ্দিন আহমেদকে তাদের মন্ত্রী পরিষদের শপথ করিয়ে তাদের আইনের কঠোর বেড়াজালে বাঁধতে চেয়েছিল। মাথানত করেনি আমাদের নেতৃবর্গ। সংবাদপত্রের উপর ষড়যন্ত্রকারীরা সেন্সরশিপ দিয়ে রাজনৈতিক কার্য্যক্রম নিষিদ্ধ করে। সাংস্কৃতিক কর্মকান্ড স্থবির করে অগনীত রাজনৈতিক নেতাকর্মীকে গুপ্ত হত্যা করা হয়েছিল। যার কোন হিসাব নেয়। জাতীয় চারনেতার বিচক্ষণতা ও জ্ঞানের সম্ভার, অমোঘ দেশপ্রেম কুচক্রীদের যেন কাল হয়ে দাঁড়িয়েছিল। কারারুদ্ধ অবস্থায় তাদেরকে ৩রা নভেম্বর হত্যা করা হয়। তারপর দীর্ঘ অরাজকতা, ভোটের নামে ভোট ডাকাতি। ইতিহাসের সব মহৎ মানুষগুলোকে হত্যার পেছনে কারণ ছিল ভালবাসা ও দেশপ্রেম।
১৯৮১ সালে বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনার বাংলাদেশ আগমন ৩২ নং ধানমন্ডিতে পদচারনে পুরো বাংলাদেশ যেন কেঁদেছিল সেদিন। অঝোর ধারায় সেই বর্ষার বাদল আর মানুষের কান্না এক হয়েছিল। যেন হারানো এতিম সন্তানটা ঘরে ফিরল। কোন প্রতিশোধ নয় প্রতিহিংসা নয় পুরো পৃথিবীর দুয়ারে পিতৃহত্যার বিচার চাইতে চাইতে অত্যন্ত নিয়মতান্ত্রিক ও আইনানুগভাবে ইনডেমনিটি অধ্যাদেশ বাতিলকরণের মাধ্যমে পিতৃহত্যার বিচারে তিনি সফল হয়েছিলেন। ধণ্যি শেখ হাসিনা।
আমাদের বোন, শেখ হাসিনাকে বলছি, তোমার স্বপ্নই আমাদের আলোদীপ্র, তোমার আনন্দ আমাদের উৎস, তোমার অনুভব আমাদের অনুভূতি, তোমার ত্যাগ আমাদের দেশপ্রেম, তোমার বুকজুড়ে দেখ আমাদের ভালবাসা, আমাদের চোখে দেখ তোমারই ‘সোনার বাংলা’ কতটা কাছে, হাতবাড়াও তোমারই চৌহদ্দীতে।

কথা কম কাজ বেশী

SUPPORT AWAMI LEAGUE 
আওয়ামী লীগ 'কথা কম কাজ বেশী'' নীতিতে বিশ্বাসী। ৪২ বছরের বাংলাদেশে যতোগুলো সরকার এসেছে, বর্তমান আওয়ামী লীগ সরকার প্রতিটি ক্ষেত্রে অতি দক্ষতার সাথে বিচক্ষনতার সাথে মহা দুর্যোগ ৫ ও ৬ ই মে'র মতো ভয়াবহ চক্রান্তকে অতি সুনিপুন দক্ষ প্রশাসকের ন্যায় অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে নশ্চাত করতে সক্ষম হয়েছে। অন্য কোন সরকার হলে ওই রাতে ঢাকায় রক্তের হলি খেলা বয়ে যেতো। আওয়ামী লীগ শুধু কথায় বিশ্বাসী নয়। এক) আওয়ামী লীগ সুদক্ষ বিজ্ঞ প্রশাসনিক কর্মকর্তাদের সমন্বয়ে ঢাকা মহানগরকে বিশ্বের অন্যান্য রূপসী নগরের মতোই সর্ব শ্রেনীর মানুষ বাসযোগ্য করে তুলেছে এবং তা'শূধু মাত্র এই ৪ বছর আট মাসে। হাতির ঝিলের নোংড়া বদ্ধ ডোবাকে আওয়ামী লীগ সরকার করে তুলেছে হংকং লন্ডন সিঙ্গাপুর কুয়ালালামপুরের মতো মুক্ত হাওয়ায় স্বপরিবারে ছেলে মেয়ে স্ত্রী পুত্র নিয়ে ঘুরে বেড়ানোর মতো একটু মনোরম পরিবেশ;
দুই) যাত্রাবাড়ী ফ্লাইওভারঃঢাকা মহানগর থেকে সিলেট কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম নরসিংদীগামী লক্ষ লক্ষ যাত্রী বাস ট্যাক্সী প্রতিদিন ঘন্টার পর ঘন্টা ট্র্যাফিক জ্যামের কারনে গাড়ীতে বসে থাকার অসহ্য যন্ত্রনা পোহাতে হতো। গর্ভবতী অনেক মহিলা রাস্তায় সন্তান প্রসবের ঘটনাও ঘটেছে। আজ শেখ হাসিনার সরকার সে সমস্যস সমাধান করেছে। আজ আর লক্ষ লক্ষ মানুষকে বাড়ী ফেরার জন্য বা ঢাকা আসার পথে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় গাড়ীতে বসে হা হুতাশ করতে হয়না। সরকার কিসের জন্য? কর জন্য? সরকার মানুষের জন্য। মানুষের কল্যাণের জন্য। বিগত বি এন পি সরকারের আমলে কি হয়েছিল? উন্নয়নের টাকা হাওয়া ভবনে খাজনা হিসেবে দিতে হয়েছে। বিদ্যুতের খাম্বা লাগানোর টেন্ডার জমা হয়েছে হাওয়া ভবনে। বিদ্যুতের কোন কাজ সারা বাংলায় না করেই তারেক মামুনরা টেন্ডারে উল্লেখিত কোটি কোটি টাকা তুলে নিয়ে বিদেশী ব্যাংকে জমা করেছিল। তিন) উত্তর বঙ্গের কোটী জনতার ঢাকা প্রবেশ পথে ট্র্যাফিস জ্যাম ছিল একটি একটি অভিশাপ। এ অভিশাপের মূল কারন ছিল ঢাকা বিমানবন্দর থেকে মহাখালী পর্যন্ত দীর্ঘ দুই তিন মাইলের ট্র্যাফিক জ্যাম। এ বিশাল জাতীয় সমস্যা সমাধানের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি সেনাবাহিনীর তদারকিতে ফ্লাই ওভার নির্মাণের চিন্তা করেন এবং বিল পাশ করেন। স্থাপন করা হয় বনানী থেকে মিরপুর ক্রসিং ফ্লাই ওভার, খিলক্ষেত থেকে কুড়িল, বাড্ডা মধ্য বাড্ডা, উত্তর বাড্ডার মূল প্রবেশ দ্বারে কয়েকটি ফ্লাই ওভার যাতে উত্তর বঙ্গের যে সব যাত্রী যাত্রাবাড়ী নারায়ণগঞ্জ চট্টগ্রাম নোয়াখালী কুমিল্লা চাঁদপুরে অতি সহজেই যেতে পারেন। আর বি এন পি সরকারের আমলে সাদেক হোসেন খোকা মীর্জা আব্বাস ইউ এস এম্বেসীর সামনের ওভার ব্রীজের টাকা মেরে খাওয়াতে তা' ভেঙ্গে পড়েছে আওয়ামী লীগ সরকারের আমলে। খিল গাও ফ্লাই ওভারের টেন্ডারের টাকা তারেক জিয়াকে ভাগ দেয়ার কারনে সে অবস্থায়ই অসমাপ্ত অবস্থায় মানুষের দুর্যোগ আরো তিন গুন বাড়িয়ে দিয়েছিল। 
বিচার বিবেচনা বিশ্লেষন আপনাদের বিবেকের কাছে। আগামী নির্বাচনে আপনারা কি সেই খাম্বা চোরের লুটেরা বাহিনীকে ক্ষমতায়ন করতে চান, নাকি "উন্নয়নের রানী" জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চান?

এদের রুখে দাড়ান । ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজে আওয়ামী লীগের সাথে থাকুন।

come to Mukthi's world and raise your hands against Islamic militants, terrorism,war criminal & loots and corruption.
আমরা ৭১ এর ২৬ শে মার্চ এবং ১৬ ডিসেম্বরকে বাদ দিয়ে কিছুই করতে পারিনা।  ৭১ আমাদের রক্তে মাংসে অস্তি মজ্জায় চেতনায় শিরায় উপ শিরায় ধমনিতে থাকা উচিত। মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী বাংলাদেশের একমাত্র ঐতিহ্যবাহী যোগ্য স্বার্থক সফল রাজনৈতিক দল, গর্বিত দল বাংলাদেশ আওয়ামী লীগ । সে ১৯৫২ থেকে ১৯৭১ পর্যন্ত জাতিরজনক বঙ্গবন্ধু ও তাঁর সংগ্রামী সঙ্গী সাথীদের সারা জীবনের ত্যাগ তিতিক্ষা আর কঠিন সংগ্রাম শেষে ৩০ লক্ষ্য তাজা প্রান, ২ লক্ষ ৪০ হাজার মা'বোনের জীবনের শ্রেষ্ঠ সম্পদ 'ইজ্জতে'র'' বিনিময়ে প্রাপ্ত ফসল যে স্বাধীনতা, ৪৫ বছর পর আজ সে স্বাধীনতায় কুঠার আঘাত হেনেছে ৭১ এর ঘাতক দালাল হায়েনা নরপশু ইসলামের লেবাসধারী মউদুদীর মদদপুষ্ট জঙ্গি জানোয়ার জামাত এ ইসলাম, নেজাম এ ইসলাম আর মুসলিম লীগের রূপান্তরিত আল বদর আল শামস আর রাজাকার ।
এদের সাথে যোগ দিয়েছিল বিশ্ব বাটপার ধূর্ত অকপট শয়তান জিয়ার বিধবা স্ত্রী কুপুত্র তারেক রহমান। এদের প্রত্যক্ষ এবং পরোক্ষ ইন্ধন যোগাচ্ছে ডঃ ইউনুস ডঃ কামালসহ আরো কিছু বামপন্থী চরিত্রহীন দিকভ্রান্ত পথভ্রষ্ট নীতি আদর্শ বিবর্জিত ৭৫ এর ঘাতক ফ্রিডম পার্টির উচ্চাভিলাষী সেনা সদস্যের অবৈধ সন্তানেরা, যোগ দিয়েছে জে এম বি হিজবুল তাহরীর বাংলা ভাইয়ের অনুসারী বিপথগামী প্তহভ্রষ্ট কুলাঙ্গার জিহাদী জল্লাদ আন্সারুল্লাহ নামধারী আল ক্বায়েদার বীন লাদেনের ঘনিষ্ট বন্ধু সহকর্মী আল্লামাখ্যাত আহমেদ শফি গং রা।
এর সাথে যোদ দিয়েছে মরহুম আমিনীর কওমী মাদ্রাসার ছাত্র শিক্ষক/মোদারেছিন যাদের সকল আর্থিক সাহায্য আসছে সৌদি আরব লিবিয়া ও পাকিস্তান থেকে । তারেক রহমান কর্তৃক লন্ডন থেকে। সারা বিশ্বের সর্বত্র ছড়িয়ে থাকা জামাত ই ইসলামের আর্থিক অনুদানকারী সংগঠন/সংস্থা " ইবনে সীনা" ইসলামী ব্যাংকের মতো আরো অনেক আরাবিয়ান দাতাগোষ্ঠী। আওয়ামী লীগের কোন আর্থিক অনুদানকারী দাতা নেই। আছে হাজার বছরের ঐতিহ্যে লালিত বাংলার গরীব দুখি ছিন্নমূল মানুষের অগাধ ভালোবাসা আর দোয়া। জয় আমাদের হবেই ইনশায়াল্লাহ। মানুষের এই অগাধ বিশ্বাস আর ভালোবাসার কাছে ওদের সকল চক্রান্ত যড়যন্ত্র হীনমনোবৃত্তি ধূলায় মিলিয়ে যাবে ।তাই আজ ওদেরকে প্রতিহত করার জন্য ৭১ এর মতোই আবার গর্জে উঠতে হবে।
জননেত্রী শেখ হাসিনাকে সোনার বাংলা গড়ার সুযোগ দিন। ওরা আপনা আপনিতেই বিলীন হয়ে যাবে। 
মোকতেল হোসেন মুক্তি
মুক্তিযোদ্ধা
সভাপতি
সময়৭১
সহ সভাপতি কেন্দ্রীয় কমিটি
বাংলাদেশ আওয়ামী তরুণ লীগ
প্রতিষ্ঠাতা সভাপতি
মালদ্বীপ আওয়ামী লীগ
জয় বাংলা জয় বঙ্গবন্ধু।     

Saturday, September 7, 2013

Sajeeb Wazed Joy Speech with Future Leaders

বাংলাদেশ
আজ তার ভবিশ্যত কাণ্ডারিকে পেয়ে গেছে! 
প্রজন্মকে মুগ্ধ করে Sajeeb Wazed Joy নিজেকে এমন প্রানবন্ত, এমন জড়তাহীন ভাবে উপস্থাপন করে দেশের প্রথম কোন রাজনীতিক নেতা হিসেবে এইভাবে সরাসরি জনগণের প্রশ্নের উত্তর দিলেন।  
সম্পূর্ণ তথ্যভিত্তিক সপ্রতিভ মুখে সকল প্রশ্নের জবাব দিয়ে জয় প্রমান করলেন তিনিই এই দেশের ভবিষ্যৎ নেতা।  
We Really Proud of You "Joy" Bangladesh Waiting For You.

Thursday, August 22, 2013

বয়াতির বয়াতি আব্দুর রহমানের দেহ ঘড়ির সময় ফুরিয়ে গেল

প্রায় চার যুগ ধরে তিনি বাউল গান শুনিয়ে বাংলাদেশসহ পৃথিবীর বহু দেশের মানুষকে মাতিয়ে রেখেছেন। সেই সঙ্গে বাংলা লোকগানকে করেছেন সমৃদ্ধ। হ্যাঁ, তিনি আব্দুর রহমান বয়াতির। জন্ম ১৯৩৬ সালে ১ জানুয়ারি ঢাকার দয়াগঞ্জে। আব্দুর রহমান বয়াতির বাবার নাম তোতা মিয়া। দয়াগঞ্জ বাজারে তোতা মিয়ার একটি হোটেল ছিল। সেখানে মাঝে মধ্যে অনেক গুণী বাউল শিল্পীর আসর বসত। সেখান থেকেই ধীরে ধীরে আব্দুর রহমানের ভেতর গানের প্রতি ভালবাসার সূত্রপাত।
ছোটবেলা থেকেই বাউল গানের প্রতি ছিল তাঁর অদম্য আকর্ষণ। যেখানে বাউল গানের আসর বসত সেখানেই ছুটে গিয়ে সামনের সারিতে বসে মনেপ্রাণে গান শুনতেন। প্রখ্যাত বাউল শিল্পী আলাউদ্দিন বয়াতী, মারফত আলী বয়াতী, খালেক দেওয়ান, হালিম বয়াতী, রজ্জব আলী দেওয়ান, আলেক দেওয়ান , দলিল উদ্দিন বয়াতীসহ বহু শিল্পী প্রায়ই আসতেন গানের অনুষ্ঠান করতে। বাবার অনুপস্থিতিতে মনভরে বাংলার বাউল গান শুনতেন এবং নিজেও রপ্ত করে ফেলতেন। গানে প্রাতিষ্ঠানিক কোন শিক্ষা না থাকলেও, আব্দুর রহমানের একটি অসাধারণ ক্ষমতা ছিল, একটি গান একবার শুনলে পরক্ষণে হুবহু গাইতে পারতেন তিনি। একা একা বসে চেয়ার-টেবিল অথবা মাটির পাতিলকে বাদ্যযন্ত্র হিসেবে বেছে নিয়ে গুনগুনিয়ে গান করতেন।
এক অনুষ্ঠানে স্থানীয় কিছু লোক তাঁকে গান গাইতে বললে গানপাগল কিশোর আব্দুর রহমান গেয়ে উঠলেন ‘লাউয়ের আগা খাইলাম ডগা খাইলাম এনই সাধের ডুগডুগি, আমার কদুর বয়সে করলো বৈরাগী।’ তাঁর কণ্ঠের সুরের কারুকাজ শুনে অনুষ্ঠানে উপস্থিত শিল্পী আলাউদ্দিন বয়াতী সঙ্গে সঙ্গে তাঁকে বুকে টেনে নেন। সেই থেকে শুরু হলো তাঁর নতুন জীবন। মনে মনে গ্রহণ করেন এই কালজয়ী বাউল শিল্পীর শিষ্যত্ব্ব। কিন্তু আব্দুর রহমানের সঙ্গীত জগতে প্রবেশ পথে বাঁধা হয়ে দাঁড়ালেন তাঁর বাবা। ছেলের গান গাওয়াকে তিনি মেনে নিতে পারলেন না। এমন সময় তাঁর পাশে ভাগ্যদেবী হয়ে সহানুভূতির হাত বাড়িয়ে দিলেন মা আজমেরী বেগম। বাবার সাফ জানিয়ে দেন, ছেলে গান গাইলে ঘরের দরজা তাঁর জন্য চিরতরে বন্ধ।
বাবার নিষেধ অমান্য করেও রহমান ছুটে যেতেন বয়াতীদের গানের আসরে। কখনো কখনো বাবার বকুনি খেয়ে গানের জন্য ঘর থেকে পালালেও মমতাময়ী মা রাতের আঁধারে চুরি করে ভাতের থালা তুলে দিতেন আব্দুর রহমানের হাতে। মায়ের মনের সুপ্ত ইচ্ছা ছিল, তাঁর ছেলে একদিন বড় সঙ্গীতশিল্পী হবে। এজন্যই তিনি মমতা দিয়ে আগলে রেখেছিলেন তাঁকে। সেই সময় প্রতি বৃহস্পতিবার হাইকোর্ট মাজারে কাওয়ালি গানের আসর বসত। ১৫ মিনিট সময় দেয়া হত বাউল গানের জন্য। আব্দুর রহমান যথারীতি চলে যেতেন এবং গান শুনিয়ে মতিয়ে রাখতেন আসর। একদিন হাইকোর্ট মাজারে তাঁর গান শুনে মুগ্ধ হয়ে খ্যাতনামা সঙ্গীত পরিচালক শাহনেওয়াজ বিটিভিতে অডিশনের জন্য নিয়ে যান আব্দুর রহমানকে। কিন্তু ঢাকার লোক ঠিকভাবে কথা বলতে পারে না, এই অযুহাত দেখিয়ে বাদ দিয়ে দেওয়া হয় তাঁকে। পর পর দুইবার সত্য বলায় সে অডিশন থেকে একই অযুহাতে বাদ পড়ায়, তৃতীয়বার মিথ্যার আশ্রয় নিলেন। তৃতীয়বার তাঁকে অডিশনের জন্য ডাকেন বরেণ্য শিল্পী মুস্তফা মনোয়ার। তাঁকে জিজ্ঞাসা করা হয়, বাড়ি কোথায় ? তিনি বলেছিলেন, বাবার পৈতৃক বাড়ি বিক্রমপুরে। মিথ্যা বললেও এ ছিল এক চরম সত্য। এরপর আব্দুর রহমানের জীবনে আসে এক নতুন বসন্ত। ১৯৭২ সালে দেশের বরেণ্য শিল্পী আব্দুল আলীমের সঙ্গে নিজের লেখা ও সুর করা ‘মরণেরই কথা কেন স্মরণ কর না, আজরাইল আসিলে কারো কৈফিয়ত চলবে না’ গানটি বিটিভিতে পরিবেশন করে শ্রোতাদের কাছে অনেক প্রিয় হয়ে ওঠেন।
ষাটের দশকে বাংলাদেশ বেতারে গান গেয়ে জয় করে নিয়েছেন অগণিত শ্রোতার মন। এর পর দীর্ঘ সময় আলাউদ্দিনের সঙ্গে আব্দুর রহমানের দেখা না হলেও তাঁর অনেক গান তিনি বিভিন্ন অনুষ্ঠানে গাইতেন। অনেক দিন পর রথখোলার মোড়ে খালেক দেওয়ানের সঙ্গে পালা গানে অংশ নেন আব্দুর রহমান। সেই সময় আলাউদ্দিন বয়াতীকে একটি লোক এসে বলেন, খালেক দেওয়ানের সাথে পালা গান গাইবেন আপনার এক শিষ্য, নাম রহমান। তিনি চিন্তায় পড়ে যান। এ নামে তাঁর কোন ছাত্র আছে কিনা মনে করতে পারছিলেন না। ছুটে যান গানের আসরে। ভোর পর্যন্ত চলছিল পালা গান। রহমান পালা শেষে শুনতে পান চাদর মুড়ি দিয়ে আলাউদ্দিন বয়াতী তাঁর গান শুনছে। রহমানের গলায় ছিল একটি টাকার মালা। তিনি এটি নিয়ে আলাউদ্দিন বয়াতীর গলায় পরিয়ে দেন। তখন তাঁকে সবাই চিনতেন আব্দুর রহমান নামে, সেই দিন আলাউদ্দিন বয়াতী বলেন, তুমি যখন আমার শিষ্যত্ব গ্রহণ করেছো, আজ থেকে তোমার নামের শেষেও থাকবে বয়াতী। তার পর থেকে আব্দুর রহমানের নাম হলো, আব্দুর রহমান বয়াতি।
অর্থের অভাবে লেখাপড়ায় বেশি অগ্রসর হতে পারেননি আব্দুর রহমান। মাত্র অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছেন তিনি। আক্ষরিকভাবে যথাযথ শিক্ষা লাভ না করলেও আব্দুর রহমান বয়াতী দেখিয়ে দিয়েছেন কিভাবে একজন গুণী শিল্পীকে সম্মান দেখাতে হয়। তিনি শুনে শুনে হাজার হাজার গান রপ্ত করা ছাড়াও পালা গানের বিভিন্ন কৌশল, কোরান, হাদিস, গীতা, বাইবেলসহ বিভিন্ন ধর্মগ্রন্থের তত্ত্বজ্ঞান আয়ত্ব্ব করেন। তাঁর গাওয়া জনপ্রিয় কয়েকটি গান হল- ‘মন আমার দেহঘড়ি সন্ধান করি কোন মেস্তরি বানাইছে’, ‘আমার মাটির ঘরে ইঁদুর ঢুকেছে’, মরণেরই কথা কেন স্মরণ কর না’, ‘মা আমেনার কোলে ফুটলো ফুল’, ‘ছেড়ে দে নৌকা মাঝি যাবো নদীয়া’, ‘আমি ভুলি ভুলি মনে করি প্রাণের ধৈর্য মানে না’ সহ অসংখ্য গান।
তাঁর বেশ কিছু অডিও ক্যাসেট, ভিডিও সিডি ও রিমিক এ্যালবাম আছে, যেগুলো এখনও শ্রোতাদের কাছে অনেক প্রিয়। চিত্রনায়ক মাসুদ পারভেজের আমন্ত্রণে বাউলশিল্পী হিসেবে তিনি জীবনে প্রথম ‘গুণাহগার’ নামে একটি ছবিতে প্লে-ব্যাক করেন। এ ছাড়া মোস্তাফিজুর রহমানের ‘শঙ্খনীল কারাগার’ সহ বেশ কিছু চলচ্চিত্রে তিনি প্লে-ব্যাক করেছেন। তিনি জমিউর রহমান লেমনের ‘পরানের গহীনে’ নামে একটি নাটকে অভিনয়ও করেছেন। খান আতাউর রহমানের ‘ফারাক্কা’ নামের একটি ডকুমেন্টারিতে অংশ নিয়েছিলেন। গানের পাশাপাশি তিনি কিছু ছবিতে অভিনয়ও করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল আমজাদ হোসেনের ‘কসাই’, মফিজ উদ্দিনের ‘অসতী’ এবং সাহাদাত খানের ‘হৃদয় থেকে হৃদয়।’ বহুমুখী প্রতিভার অধিকারী এই শিল্পী বেশ কিছু বিজ্ঞাপনচিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেছেন। সেগুলো হলো ‘হাঁস-মুরগির খামার’, ‘নিরক্ষরতা’, ‘শিশুশিক্ষা’, ‘পঞ্চম জাতীয় পলিও টিকা দিবস’, ‘বনের শোভা পশুপাখি তাদেরকে কেউ মাইরো না’, ‘ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর’, ‘নির্বাচনী প্রচারণা’, ‘৮৮ বন্যা’, ‘খরার সময়ে বৃষ্টির জন্য বিজ্ঞাপন’, ‘ক্রীড়া উন্নয়ন লটারী’ ও ‘পরিবার পরিকল্পনা।’
১৯৭৩ সালে মাত্র ৩৫ টাকার বিনিময়ে বাংলাদেশ টেলিভিশনে ১০ মিনিটের একটি প্রোগ্রামে অংশগ্রহণের পরই এই শিল্পীর খ্যাতি সারাবিশ্বে ছড়াতে থাকে। পৃথিবীর প্রায় ৩২টি দেশে তিনি লোকসঙ্গীতের মরমী সুর ছড়িয়ে দেন। বিদেশের মাটিতে তাঁর সবচেয়ে বড় পাওয়া আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট জর্জ বুশের আমন্ত্রণে হোয়াইট হাউসে ডিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ।
তিনি যে সব পুরস্কার ও সম্মাননা পেয়েছেন তা-ই তাঁর জীবন সর্বস্ব। এগুলো হলো-সিটিসেল চ্যানেল আই এ্যাওয়ার্ড, সোলস এ্যাওয়ার্ড, টেলিভিশন দর্শক ফোরাম কর্তৃক লাইফ টাইম এ্যাচিভমেন্ট এ্যাওয়ার্ড, ২০০৬ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমী থেকে গুণীজন সংবর্ধনা, নজরুল একাডেমী সম্মাননা ২০০৪, সমর দাস স্মৃতি সংসদ এ্যাওয়ার্ড, বাংলাদেশ বাউল সমিতি আজীবন সম্মাননা এ্যাওয়ার্ড, মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতি আজীবন সম্মাননা এ্যাওয়ার্ড, ইউএসএ জাগরনী শিল্পীগোষ্ঠী এ্যাওয়ার্ড, স্বরবীথি থিয়েটার বাংলা নববর্ষ ১৪১২ উপলক্ষে সংবর্ধনা ও সম্মাননা প্রদান, কায়কোবাদ সংসদ আজীবন সম্মাননা, স্পেল বাউন্ড বিশেষ সম্মাননা, বাংলাদেশ বাউল সংগঠন থেকে গুণীজন সম্মাননা পদক, বিক্রমপুর সাংস্কৃতিক গোষ্ঠী পদক, জাতীয় যুব সাংস্কৃতিক সংস্থা থেকে সাহিত্যিক মীর মশাররফ হোসেন স্মৃতি স্বর্ণ পদক ও আজীবন সম্মাননা-২০০৫, সিটি কালচারাল সেন্টার থেকে গুণীজন সম্মাননা পদক, বাউল একাডেমী পদক, একতা এ্যাওয়ার্ড, লোকসঙ্গীতে অসামান্য অবদানের জন্য স্বীকৃতি স্বরূপ লোকজ বাউলমেলা পদক ২০০৪, ওস্তাদ মোমতাজ আলী খান সঙ্গীত একাডেমী সম্মাননা পদক ২০০৬ ও শ্রেষ্ঠ বাউলশিল্পী অডিও ক্যাসেট পুরস্কার।
বাউল গানের এই উজ্জ্বল নক্ষত্র আব্দুর রহমান বয়াতী আজ আর নেই। আজ ১৯ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই শিল্পী।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। এই বাউল শিল্পীর অসামান্য অবদান বাঙালী জাতী ভুলতে পারবে না কোন দিন।
 — withMoktel Hossain Mukthi and 10 others.

Friday, June 14, 2013

অস্ত্র আসার বিষয়টি আগে থেকে জানতেন মোহসীন`

অস্ত্র আসার বিষয়টি আগে থেকে জানতেন মোহসীন`

দশ ট্রাক অস্ত্রের চালান আসার বিষয়টি রাষ্ট্রায়ত্ত সার কারখানা সিইউএফএল’র তৎকালীন এমডি মোহসীন উদ্দিন তালুকদার আগে থেকেই অবগত ছিলেন বলে জানিয়েছেন এ মামলার অধিকতর তদন্তকারী কর্মকর্তা সিআইডির চট্টগ্রাম জোনের অতিরিক্ত পুলিশ সুপার মো.মনিরুজ্জামান চৌধুরী। মোহসীন উদ্দিন তালুকদারের জ্ঞাতসারেই সিইউএফএল জেটিতে ‍অস্ত্রগুলো খালাস হয়েছে বলেও দাবি করেছেন আলোচিত এ তদন্তকারী কর্মকর্তা। 
মঙ্গলবার চট্টগ্রামের স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক এস এম মুজিবুর রহমানের আদালতে ‍আসামী মোহসীন উদ্দিন তালুকদারের আইনজীবী এডভোকেট ফজলুর রহমান ভূঁইয়ার জেরার সময় এক প্রশ্নের জবাবে মনিরুজ্জামান এসব কথা বলেন। তবে আইনজীবী দ্রুত প্রশ্ন পরিবর্তন করায় আদালত বিষয়টি রেকর্ডে অন্তর্ভুক্ত করেননি। 
জেরার এক পর্যায়ে মনিরুজ্জামানের কাছে আইনজীবী মোহসীন উদ্দিন তালুকদারকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের বিষয়টি জানতে চান। 
মনিরুজ্জামান বলেন, ‘আমি ২০০৯ সালের ১৭ মার্চ তাকে অস্ত্র মামলায় তিনদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করি। এরপর অপর মামলায় পাঁচদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছি।’
আইনজীবী বলেন, আপনি মোহসীন উদ্দিন তালুকদারকে দু’দিনের রিমান্ডে নিয়ে তিনদিন পর আদালতে প্রেরণ করেছেন। জবাবে বিষয়টি সত্য নয় বলে ‍জানান মনিরুজ্জামান।
এরপর আইনজীবীর এক প্রশ্নের জবাবে মনিরুজ্জামান জানান, তিনি সাবেক শিল্প সচিব ড.শোয়েব আহমেদ, বিসিআইসি’র সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইমামুজ্জামান বীরবিক্রম এবং পুলিশ কমিশনার এস এম সাব্বির আলীকেও বিভিন্ন সময় জিজ্ঞাসাবাদ করেছেন। 
মনিরুজ্জামান জানান, ২০০৯ সালের ২৬ জুলাই ইমামুজ্জামানের জবানবন্দির ভিত্তিতে তদন্তকারী কর্মকর্তার লিখিত বিবৃতিতে তার স্বাক্ষর নেয়া হয়। 
এসময় আইনজীবী মত দেন, তদন্তকারী কর্মকর্তা নিজের টাইপ করা বিবৃতিতে ইমামুজ্জামানকে স্বাক্ষর দিতে বাধ্য করেছিলেন। জবাবে বিষয়টি সত্য নয় বলে জানান মনিরুজ্জামান। 
এরপর আবারও আইনজীবী মত দেন, তদন্তকারী কর্মকর্তা মোহসীন উদ্দিন তালুকদারকে ফাঁসানোর জন্য মেজর জেনারেল ইমামুজ্জামানকে শেখানোমত বিবৃতি দিতে বাধ্য করেছিলেন। জবাবে বিষয়টি সত্য নয় বলে উল্লেখ করেন মনিরুজ্জামান। 
এসময় মনিরুজ্জামান আদালতের উদ্দেশ্যে বলেন, ‘দশ ট্রাক অস্ত্র আসার বিষয়টি মোহসীন উদ্দিন তালুকদার আগে থেকেই অবগত ছিলেন। তার জ্ঞাতসারেই সিইউএফএল জেটি দিয়ে অস্ত্র খালাস হয়েছে।’ 
তবে আইনজীবী এসময় দ্রুত প্রশ্ন পরিবর্তন করে ফেলেন। এর ফলে আদালত মনিরুজ্জামানের শেষ জবাবটি রেকর্ড করেননি বলে আদালত সূত্রে জানা গেছে। 
এসময় আইনজীবী দ্রুত প্রশ্ন পরিবর্তন করে বলেন, সাক্ষী এস এম সাব্বির আলীর কাছ থেকেও টাইপ করা বিবৃতি আদায় করে পরে হুবহু রেকর্ড করেন তদন্তকারী কর্মকর্তা। জবাবে বিষয়টি সত্য নয় বলে জানান তদন্তকারী কর্মকর্তা। 
এসময় মনিরুজ্জামান বলেন, ‘আমি সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করে তাদের বিবৃতি আমার একাধিক ক্লার্ক দ্বারা লিখিয়েছি। তবে বিবৃতিতে আমার দ্বারা রেকর্ডকৃত কথাটি লেখা আছে।’ 
এরপর বিকেল ৫টায় আসামী মোহসীন উদ্দিন তালুকদারের আইনজীবী এডভোকেট ফজলুর রহমান ভূঁইয়ার জেরা অসমাপ্ত অবস্থায় আদালত এ মামলার কার্যক্রম বুধবার পর্যন্ত মূলতবি করেন।
মঙ্গলবার সাক্ষ্যগ্রহণের সময় সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবরসহ এ মামলায় কারাগারে থাকা ১১ আসামীকে আদালতে হাজির করা হয়। 
উল্লেখ্য ২০০৪ সালের ১ এপ্রিল রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) জেটিঘাটে দশ ট্রাক অস্ত্রের চালানটি ধরা পড়ে। এ ঘটনায় কর্ণফুলী থানায় অস্ত্র আইনে ও চোরাচালানের অভিযোগে দু’টি মামলা দায়ের হয়। এসব মামলায় ঘাট শ্রমিক, পরিবহন শ্রমিক, স্থানীয় ইউপি সদস্যসহ প্রায় অর্ধশত লোককে আসামী করা হয়। 
মামলা দু’টির সাক্ষ্যগ্রহণ চলাকালে বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে রাষ্ট্রপরে তৎকালীন কৌসুলী মহানগর পিপি আহসানুল হক হেনার আবেদনের প্রেক্ষিতে অধিকতর তদন্তের আদেশ দেন আদালত।
প্রায় সাড়ে তিন বছর অধিকতর তদন্তের পর ২০১১ সালের ২৬ জুন নতুনভাবে আরও ১১ আসামীর নাম অন্তর্ভুক্ত করে আদালতে দশ ট্রাক অস্ত্র মামলার সম্পূরক চার্জশিট দাখিল করেন সিআইডি’র চট্টগ্রাম অঞ্চলের তৎকালীন এএসপি মো.মনিরুজ্জামান।
এরপর ওই বছরের ১৫ নভেম্বর আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগ (চার্জ) গঠন করা হয়। ২০১১ সালের ২৯ নভেম্বর থেকে সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে শুরু হয়েছে বিচার।
সম্পূরক অভিযোগপত্র দাখিলের পর থেকে এ মামলায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সাবেক শিল্পসচিব ড. শোয়েব আহমেদ, সাবেক স্বরাষ্ট্র সচিব ওমর ফারুক, গোয়েন্দা সংস্থা ডিজিএইফআই’র সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সাদিক হাসান রুমি, বিসিআইসি’র সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইমামুজ্জামান বীরবিক্রম, এনএসআই’র সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এনামুর রহমান চৌধুরী, ডিজিএফআই’র সাবেক ডিটাচমেন্ট কমান্ডার কর্নেল (অব) একেএম রেজাউর রহমান, এনএসআই’র সাবেক সহকারী পরিচালক মোহাম্মদ আলী এবং সাবেক সিএমপি কমিশনার এস এম সাব্বির আলী, সিএমপি’র বন্দর জোনের তৎকালীন উপ-পুলিশ কমিশনার আবদুল্লাহ হেল বাকী, সাবেক ডিআইজি (এসবি) শামসুল ইসলাম, সাবেক ডিআইজি (সিআইডি) ফররুখ আহমেদ, সহকারী পুলিশ কমিশনার মাহমুদুর রহমান, সার্জেন্ট হেলাল উদ্দিন, সার্জেন্ট আলাউদ্দিন, গ্রীণওয়েজ ট্রান্সপোর্টের মালিক হাবিবুর রহমান, ম্যানেজার তসলিম মল্লিক, ট্রাক ভাড়া করার মধ্যস্থতাকারী শেখ আহমদ, হাবিলদার গোলাম রসুল, কর্ণফুলী থানার সাবেক ওসি আহাদুর রহমান এবং সিইউএফএলদর সাবেক প্রধান নিরাপত্তা কর্মকর্তা মবিন হোসেন খান, বিচারক ওসমান গণি, মো.মাহাবুবুর রহমান, আবু হান্নান ও মুনতাসির আহমেদ, সাবেক মহানগর হাকিম কিরণ চন্দ্র রায়, সিইউএফএল’র উপ ব্যবস্থাপক (নিরাপত্তা) গোলাম মোস্তফা, বন্দর ফাঁড়ির সাবেক কনস্টেবল কে এম মহিউদ্দিন, সিইউএফএল’র সাবেক এমডি আব্দুস সালাম খান, সেনাবাহিনীর অস্ত্র ও গোলাবারুদ বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ তাইয়েবুর রহমানসহ ২৯ জন ইতোমধ্যে সাক্ষ্য দিয়েছেন। মামলার পঞ্চম তদন্তকারী কর্মকর্তা মনিরুজ্জামান এ মামলার ৩০ তম সাক্ষী।

Bangabandhu Sheikh Mujibur Rahman and his family members apart, a number of people were murdered in three separate incidents on August 15, 1975

Bangabandhu Sheikh Mujibur Rahman and his family members apart, a number of people were murdered in three separate incidents on August 15, 1975, but no effective move has yet been made to bring the guilty to justice.

Disgruntled army personnel killed Sheikh Mujib's nephew Sheikh Fazlul Haque Moni, founding chairman of Awami Jubo League, and wife Arzu Moni at their Dhanmondi home. Mujib's brother-in-law Abdur Rab Serniabat, former water resources minister, was murdered at his Minto Road house.
A mortar attack by a group of army men killed 14 other people in Mohammadpur, taking the death count to 34 on that fateful day.
Three murder cases, separate from the killing of Bangabandhu, were filed in 1996, but they are still on the back burner.
Law Minister Shafique Ahmed said he was unaware of the present status of the three cases. Those were the home ministry's concern, he added.
Despite several attempts, Home Minister Sahara Khatun or State Minister for Home Shamsul Haque Tuku could not be reached yesterday for comment on the issue.

Attorney General Mahbubey Alam said he would take steps to get the cases disposed of.

Alam said he would soon ask the government to provide him with necessary documents to revive the cases.
All cases involving the August 15 killings should be disposed of -- to bring the perpetrators to book, said the attorney general.
In January, five condemned killers of the father of the nation were executed after a Supreme Court verdict in the Bangabandhu murder case filed in October 1996.

SHEIKH MONI KILLING
A band of 25 to 30 army men surrounded Sheikh Moni's house-170 on Road 13/1 in Dhanmondi at around 1:30am on August 15, 1975.
Carrying Sten gun and Chinese rifle, eight to ten of them in black uniform went up to the first floor and got down after firing shots.
Moni's close aide Mohammad Shahabuddin, who was on the ground floor, went upstairs and saw Moni and his wife Arzu lying on the floor in a critical condition.
Moni's parents, younger sister Sheikh Rekha and brother Sheikh Fazlul Karim Selim were sobbing.
Sheikh Maruf, younger brother of Moni, turned up there. Arzu cried to Selim for help and asked him to save them and their two sons -- Sheikh Fazle Shams Porosh and Sheikh Fazle Noor Taposh.
Shahabuddin, Selim and Maruf took Sheikh Moni and Arzu to Dhaka Medical College and Hospital where the doctors declared them dead, read the statement of the murder case filed by Shahabuddin with Dhanmondi Police Station on November 20, 1996.

Sixteen people including former deputy minister Taheruddin Thakur were made accused in the case.
Criminal Investigation Department (CID) gave the final report in the case on August 22, 2002 and had it dismissed in secrecy, ignoring the legal bindings.
The Dhaka Chief Metropolitan Magistrate's Court on December 30, 2002 accepted the final report and acquitted all accused without notifying the complainant.

Neither the investigation officer nor the court concerned informed the complainant about the fate of the probe.
SERNIABAT MURDER
A group of army personnel led by Maj Shahriar Rashid, Maj Aziz Pasha, Capt Majed and Capt Nurul Huda stormed Serniabat's residence on 27 Minto Road at about 5:00am.

They went up to the first floor and broke the door. Confused, Serniabat made a phone call to the residence of Bangabandhu.
The army officials rounded up the residents at the drawing room on the ground floor. Shahriar and Majed fired shots at them.
Frightened Beauty Serniabat caught hold of her father Abdur Rab Serniabat. Shahriar Rashid, Aziz Pasha and Nurul Huda fired shots again and left the scene.
Abdur Rab Serniabat, his nephew Shaheed Serniabat, daughter Baby Serniabat, son Arif Serniabat, grandson Babu Serniabat, who was four, domestic helps Potka and Laxmir Ma, and Abdur Naim Khan alias Rintu died on the spot.
Abul Hasnat Abdullah, son of Abdur Rab Serniabat, survived hiding behind a door.

Shahan Ara Begum, wife of Hasnat, her mother-in-law Amena Begum, brother-in-law Abul Khair Serniabat, sisters-in-law Beauty and Rina Serniabat, and domestic helps Rana, Rafiqul Islam, Lalit Das and Golam Mahmud were seriously injured, said the statement of a case filed by Shahan with Ramna Police Station on October 21, 1996.

Eighteen people were charged with murder in the case.
But the proceedings of the case were stayed by the High Court in November 1999 following a criminal revision filed by Bazlul Huda, one of the accused, against the order of charge framing.
The stay order remains in force till date.
MOHAMMADPUR MORTAR ATTACK
Mohammad Ali, a resident on Sher Shah Suri Road 8 area at Mohammadpur, woke up with wounds in his left thigh at about 5:30am. He heard sound of mortar fire.

Hearing cries, he went to a nearby house on Road-9 and found Rezia Begum, wife of the house owner, Musa, and their daughter Nasima dead.

He then went to House-196 and 197 on Shahjahan Road in the area where he saw bodies of Habibur Rahman, Anwara Begum, another lady by the same name, Moyful Bibi, Sabera Begum, Abdullah, Rafiqul, Safia Khatun, Shahabuddin, Kasheda, Aminuddin and Honufa Bibi, all killed in mortar fire.
Later he came to know that 14 people had been killed in Mohammadpur by mortar shells fired by a group of military personnel.
He also learned that Bangabandhu and most of his family members were dead, Ali said in the statement of a case he filed with Mohammadpur Police Station on November 29, 1996 accusing Syed Farooq Rahman and 10 others.

The case remains pending with the Fourth Additional Metropolitan Sessions Judge's Court in Dhaka.

DECLARATION OF INDEPENDENCE BY BANGABANDHU AND THE FALSEHOOD OF BNP-JAMAT ALLIANCE BNP-Jamat Alliance


DECLARATION OF INDEPENDENCE BY BANGABANDHU AND THE FALSEHOOD OF BNP-JAMAT ALLIANCE

BNP-Jamat Alliance has recently come up with an unbelievable and baseless claim that the then Major Zia proclaimed Independence of Bangladesh from Chittagong on 25th March 1971. This is a new invention after 33 years of independence which Zia himself did never claim in his lifetime. This is a blatant lie and concocted story coming out of fertile brains of BNP-Jamat leaders.
2. It is an universally accepted fact that the father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman declared independence on 26th March 1971 before his arrest. In his speech broadcast in Radio & TV the Chief of Military Junta General Yahya Khan accused Bangabandhu for this declaration. All contemporary historical records, facts, documents, writings, statements and sayings, both at home and abroad proved it beyond all doubts. For this declaration Bangabandhu had not only to face farcical trial in jail but even a grave was dug for him. Not only this, the diplomats & journalists of USA, UK and other western countries based in Dhaka at that time have all mentioned this declaration by Sheikh Mujib on 26th March 1971. Recently published CIA (USA) report has clearly stated that Bangabandhu Sheikh Mujibur Rahman declared independence. Even the Pakistani army officers had heard this declaration through BDR wireless (Ref. "Witness to Surrender" by Pakistani Army officer Major Siddik Salek). To this effect he gave witness to Hamudur Rahman commission constituted by Bhutto and this has been published in books and reports. Besides some members of Certifying Committee of "Documents on the war of Independence" published in 1982 by refuting the BNP-Jamat claim have again unequivocally stated that the declaration of the Independence by Sheikh Mujib was a proved document beyond any doubt. Most importantly after independence of the country Ziaur Rahman himself in his article published in the Weekly Bichitra mentioned that he joined the war of independence at the call of Bangabandhu.
3. The undisputed truth of Declaration of war of Independence by Bangabandhu Sheikh Mujibur Rahman in the early hours of 26th March (i.e., 25th March night- just before his arrest), 1971 was duly incorporated as historic documentation at the beginning of the 3rd volume of the 15 volumes of "Documents on the war of Independence." These were published through a project in 1982 under the editorship of the famous Poet-cum-Journalist Late Mr. Hasan Hafizur Rahman and under the supervision of a "Certifying Committee" appointed during the Govt. of late Ziaur Rahman. On the basis of this declaration, the People's Representatives formally adopted "The Proclamation of Independence Order of Bangladesh" on 10th April, 1971. But, to the utter surprise of the nation, the ministry of Freedom Fighter's Affairs of the Alliance Govt. of Khaleda-Nizami has desperately and derogatorily deleted this historic declaration from the new edition of the same volume in the name of re-print. Not only this, they have inserted an imaginary and concocted document "First Declaration of Independence" on 25th March night of 1971 by Major Ziaur Rahman instead of the Declaration of Independence by Bangabandhu. Absolutely dominated by anti-liberation forces, the Govt. of Alliance committed this sort of mischief with the ulterior motive to distort the true history of the emergence of Bangladesh. Their such acts amount to violation of the constitution. As such, storms of protests are coming-up from amongst the living political leaders, bureaucrats, intellectuals, writers, journalists and teachers including the military commanders who actively participated in the war of liberation.
4. The following few historical facts will speak for itself :
(A). The declaration of independence of Bangladesh is not a sudden emotional announcement. It is the outcome of or an important stage of the continuous 23 year's of our historic struggle for national liberation. Starting from the language movements (1948-52) through various movements and struggle such as, the Jukta Front (United Front) of 1958, 6-point movement of 1966, Agartala Conspiracy case up to mass upsurge in 1969 on 11-point programme, Bangabandhu Sheikh Mujibur Rahman made Bangalee's autonomy demand into an irresistible and formidable one. Ayub Khan resigned and Yahya Khan took over Power and declared election.
(B). The Parliamentary election was held in 1970. Unprecedented and overwhelming victory of Awami League under the leadership of Bangabandhu in this election and administering Oath of the newly elected M.P's openly in the Race course Maidan was a step forward towards our Independence.
(C). When the nation had been awaiting for a central Govt. headed by Sheikh Mujib and the Parliament Session on 3rd March, 1971, President Yahya Khan unilaterally postponed the session sine die even without consulting Sheikh Mujib. The above unilateral act of Yahya Khan ignited fire in the 75 million Bangalees. In order to embrace with the situation, Bangabandhu called for peaceful and non-violent non-cooperation movement. During the entire period of non-cooperation movement, the civil administration of erstwhile East Pakistan was virtually under the command and control of Bangbandhu. This was another step forward for independence.
(D). At the backdrop of this situation, the historic 7th March came. On that day Bangabandhu in a public meeting attended by millions held at Race Course Maidan called upon the people,
"The fight, this time, is for freedom!
The struggle, this time, is for independence."
This famous speech of Bangabandhu is almost a declaration of Independence. But the wordings of his poetic speech were so thoughtfully and skillfully structured that the Pakistani's as well as the outside world could not term it as an act of cessation or Separatist movement. The opportune moment for declaration of independence in unequivocal terms was not far away.
(E) Bangabandhu Knew that the Pak army would crack down on the Bangalees any time. So, he made-up his mind and decided to declare full Independence at an opportune moment. That would be the moment the Pak army would crack down on our Bangali population. Therefore, Bangabandhu got his Declaration of Independence recorded very confidentially with necessary instructions to those who would be pronouncing it at his behest. He also gave necessary directives to his trusted political colleagues about the next course of actions.
(F) On 25th March 1971, after a series of drama in the name of dialogues & discussions by the Pak Military Junta and Mr. Bhutoo with Sheikh Mujib and armed forces including Police & students, the Pak army cracked down after midnight on the civilian population with all their sophisticated arms & ammunitions and the moment came for Bangabandhu to declare independence.
(G) At that stage, Bangabandhu in the early hours of 26th March, 1971 (before his arrest) declared Independence of Bangladesh which reads as under :
"I appeal and order you all in the name of Almighty Allah to fight to the last drop of blood to liberate the country. Ask police, the E.P.R., the Bengal Regiment and the Ansars to stand by you and to fight. No compromise. Victory is ours."
5. The above Declaration of Independence by Bangabandhu started transmitting immediately in the form of a message through a portable Transmitter by Subeder Major Md. Showkat Ali of E.P.R. signals installed at his Pilkhana residence. As soon as the message of declaration of Indepen- dence started transmitting, Bangabandhu was arrested by the Pak army at 1-10 A. M. of 26th March and flown to Karachi as a prisoner. Meanwhile, Subeder Major Shoukat Ali and his fellow comrades were caught red-handed by the Pak army exactly in the position of transmitting the Declaration of Independence. After arrest, these heroes of E.P.R. Signals were continuously and brutally tortured to martyrdom These facts were clearly narrated by the only daughter of Subeder Major Md. Showkat Ali Professor Dr. Selina Parveen, Department of Zoology, University of Rajshahi through her writings published in the Daily Janakhanta on 24th July, 2004 and in the Daily Sangbad on 31st March, 1997 including many other Journals at home and abroad.
6. According to the plan, the Declaration of Independence by Bangabandhu had started being announced through miking and leaflets as soon as this was received in Chittagong and in other places of the country including adjacent districts of Dhaka. On 26th March, Mr. M. A. Hannan, an Awami League leader of Chittagong received the message and he was the first person to read out Bangabandhu's Declaration of Independence from Radio, Chittagong.
7. On the following day i.e., on 27th March evening, the then Major Zia the senior most officer available at that time while fleeing for life was forced by local Awami League Leaders to read out the Declaration of independence in the name of Bangabandhu in the following way :
"On behalf of our great leader, the Supreme Commander of Bangladesh Sheikh Mjibur Rahman, we hereby proclaim the Independence of Bangladesh."
8. Major Zia also reiterated the same in one of his own writings published in the erstwhile Dainik Bangla on 26th March, 1972 which was re-published in the Independence Day edition of the Daily Janakhanta in 2002. The writings of Major Zia also has been supported by his co-fighters like Captain Shamser Mobin Chowdhury (now Foreign secretary), Captain Nasim B.B. (later on General and Chief of the Army Staff) and Captain S. A. Bhuiya (later on General). All these lead to one conclusion that the Father of the Nation Bangabandhu Proclaimed independence on 26th March 1971 and the war of liberation went on in his name and finally Bangladesh won its liberations after great sacrifice. Zia was not more than one of the sector Commanders.
9. Now let us examine the of BNP-Jamat claim for declaration of independence by Zia on 25th March :
(A) It is quite noteworthy that no other political or war colleague of Zia had ever claimed that Zia declared independence on 25th March 1971. Even before this Alliance Govt. came to power BNP did not also raise such baseless claim earlier. Rather the historical truth is that Zia as a loyal officer of Pakistani army was actively and zealously engaged on 25th & 26th March for unloading arms and ammunitions for Pakistani army from the ship 'SWAT' anchored at Chittagong port.
(B) In this connection it is also important to note that Ziaur Rahman had not to face any accusation from Pakistan for his so-called declaration of independence. Rather Pakistani rulers congratulated him for his appointment as chief of Army just after 8 days of the murder of Bangabandhu on 15th August 1975.
(C) Further during Bangabandhu's lifetime when Zia was Dy. Chief of Army knowing fully well about 15th August conspiracy did not take any measure to protect the elected Govt. and did not do anything to save the life of the President (Bangabandhu) of the country. This was a treachery and failure on the part of Zia which could have called for his court-martial, which did not happen. The self proclaimed murderers of Bangabandhu had told that the murders of 15th August and the revolt happened with the full consent of Ziaur Rahman. And as a reward the murderer Khondoker Mustaq Ahmed appointed him Chief of Army within 8 days of the murder of Sheikh Mujib. This goes to prove that Zia himself was associated with the murder of Bangabandhu. He betrayed his president and his oath of allegiance.
(D) His disloyalty to nation and lust for power are quite evident from the following:
If, indeed, Zia had truly accepted war of freedom and remained faithful to the Principles and vows for freedom, he would not give indulgence to the murderers of Bangabandhu and would not reward them. Had he been a real freedom fighter, he would not have declared himself the President of Bangladesh illegally betraying the ideals and perception of freedom fight. He would not also change the constitution by military orders, appoint anti-liberation politicians in power, pardon Razakars by abolishing Collaborator's Act, allow communal parties and give them opportunity to take part in politics and would not bring back war criminal Ghulam Azam and allow reorganize fundamentalist party the Jamate Islami.
(E) Last, but not the least, how can one imagine that the sudden call of an unknown Major in a radio can inspire a nation to rise and fight for freedom unless the ground was prepared for this. Here comes the name of Bangabandhu who worked for long 23 years to prepare the ground and united the nation for the great struggle and at his clarion call on 26th March 1971, the nation woke up and fought for independence till it was achieved.
10. The Declaration of Independence by Bangabandhu is the genesis of the Proclamation of Independence Order of Bangladesh on 10th March 1971. Since our constitution is framed on the basis and spirit of this proclamation, the declaration of Independence has become an integral part of the constitution. It basically became an interim Constitution and gave legitimacy to Revolutionary Mujib Nagar Govt. formed with Bangabandhu Sheikh Mujibur Rahman as the President, and Supreme Commander of all Forces, Syed Nazrul Islam as Acting President, Taj Uddin Ahmed as the Prime Minister. Major Zia acted as a sector Commander only. The Fourth Schedule is very important. This Schedule is related to "Transitional and temporary Provisions" of the constitution which includes the Proclamation of Independence. As regards this Schedule, Article 150 of the Constitution states "the Transitional and temporary Provision, set out in the fourth Schedule shall have effect notwithstanding any other Provisions of this constitution." On the otherhand, the proclamation of Independence has been included as Appendix I of the constitution.
11. So, it is an established and recognized fact that nobody, but Bangabandhu Sheikh Mujibur Rahman declared the Independence of Bangladesh which has been duly incorporated in the constitution. Moreover nobody other than Bangabandhu had the legitimate right to and he did declare the Independence of Bangladesh. Therefore, the attempt of the Govt. of Alliance by incorporating the fake & false declaration by Major Zia is a violation of the constitution.
12. Now it is clear that the claim of the BNP-Jamat Govt. regarding Declaration of Independence by Major Zia is a sheer lie and an attempt to distort the true history. Such a lie is undoubtedly a great sin & these would be made accountable to the people who has already rejected their false, fabricated and concocted claim.
13. From the above discussion it is clear that the Khelada-Nizami's Govt. aim is not only to establish Zia as the proclaimer of Independence. Their real object is to show the independence as disputed, illegal and unlawful by proving Bangaldesh's independence war as a mere mutiny or revolt of armies. If it can be proved that Bangbandhu did not proclaim independence on 26th March then the Declaration of Independence on 10th April 1971 becomes illegal and Mujib Nagar Govt. does not have any constitutional basis. By the false claim that Zia declared independence on 26th March, they want to mislead the people and according to the demand of the defeated foes of Bangladesh and collaboraters of Pakistani forces the Khaleda-Nizami Govt. by amending Constitution, changing national flag and anthem wish to make Bangladesh a theocratic and communal state. With this far-reaching aim they have taken move to change history and resorted to distortion With the same object in mind their conspiracy to deface the name of Banganbdhu from the history of nation and destroy the Awami League, have been continuing. The introduction of distorted history of independence and war of Independence in the text books is not an isolated issue. It is a part of a big game
THE DECLARATION OF INDEPENDENCE
Soon after the Pakistani army crackdown on the night of March 25, 1971, the first declaration of independence was made over the radio by M. A. Hannan. Very few people heard this declaration and Major Zia's famous "Ami Major Zia Bolchhi" declaration over Chittagong radio on March 27 was picked up by foreign news agency and was given wide publicity. 
IN ENGLISH
"Today Bangladesh is a sovereign and independent country. On Thursday night West Pakistani armed forces suddenly attacked the police barracks at Razarbagh and the EPR headquarters at Pilkhana in Dhaka. Many innocent and unarmed have been killed in Dhaka city and other places of Bangladesh. Violent clashes between EPR and Police on the one hand and the armed forces of Pindi on the other, are going on. The Bengalis are fighting the enemy with great courage for an independent Bangladesh. May God aid us in our fight for freedom. Joy Bangla."


You can cite no bigger event in the history of the Bangalee people

You can cite no bigger event in the history of the Bangalee people:

 The Liberation War against Pakistan in the year of 1971.
This was the first time we fought for the recognition as a distinct nation. The endless bloodshed and struggle for centuries came to an end (at least from outsiders) with the maturation and rise of "Bangabandhu" Sheikh Mujibur Rahman, the founding father of the country and the architect of the nation.
The Liberation War and the independence was not an act of a single person or event. Rafiq, Saalam, Barqat, Jabbar, and many others gave their life during the Language Movement of 1952. Many were imprisoned and killed protesting Ayub Khan's military rules: 6-point of movement of 1966, Mass Uprising of 1969, etc.
Finally, Bangabandhu asked his people to raise arms against the Pakistani military who killed hundreds of people during the peaceful protests of the 1971.
If you tell the story of the war, you must mention the bravery and far-sightedness of Tajuddin Ahmed, Syed Nazrul Islam, Captain Monsoor Ali, Kamruzzamn, General Ataul Gani Osmani, and many others.
Three million people were massacred by the Pakistani military and local collaborators. Hundreds of thousands of women were raped. Village after village, town after town, were burned to the ground. There were dead body’s lying in every plain, and floating in every river. There was hardly any family who did not lose something in this war.
At the very end, facing an imminent defeat, the coward Pakistani military and the local collaborators (mostly, Jamat-e-Islami cadars) systematically killed many of the leading intellectuals of the country.  .

These war criminals have never faced justice for crime against the humanity. We should raise conscience among the people of the world to try these criminals. If we forget, as Elie Weisel depicted, "we are guilty, we are accomplices." 

WOES OF WEALTH EDITORIAL: DAILY STAR 2007-07-22

WOES OF WEALTH EDITORIAL: DAILY STAR

2007-07-22
everybody, except saints and mad-caps has the longing to acquire wealth as it is indispensable for living well. Acquiring and holding of wealth is also a fundamental right of every citizen according to the constitution of Bangladesh. But wealth sometimes brings woes instead of comfort and happiness, if the greed for acquiring it knows no end.
The number of millionaires in the country could be counted on one's fingers just two decades ago. But we recently witnessed a boom in billionaires, who illegally amassed enormous wealth. The amount of money and the wealth that they amassed by plundering the public exchequer has come as a shocking revelation.

The recent revelation of the ill-gotten wealth of Tarique Rahman, the eldest son of former prime minister Khaleda Zia, his closest friend Giasuddin Al-Mamun, Khaleda's political secretaries Mosaddek Ali Falu and Haris Chowdhury, and former ministers Najmul Huda and Lutfuzzaman Babar, has added a new chapter in the history of plundering and bribery. Their wealth has now become woe for them.
Tarique Rahman, the most talked about suspect, became a billionaire in just a few years with the blessings of his mother. Tarique reportedly has admitted to having bank accounts in five countries -- Malaysia, Singapore, Thailand, South Africa and Switzerland, where he has siphoned off crores of Taka earned by extortion and bribery. The Malaysian government has frozen his $230 million, as he failed to explain the source of the money.

Tarique established an alternative power house in Hawa Bhaban, the BNP chairperson's Banani office, and was involved in interfering in almost all the businesses and contracts in the country. Tarique, now under custody, has disclosed his financial web to the joint interrogation cell.
Hailing from an extremely poor family, Giasuddin Al-Mamun has become one of the richest men in the country within a few years by resorting to all sorts of illegal activities under direct patronization of Tarique. Mamun, the detained controversial businessman who also siphoned off money to different countries, issued cheques for repatriation of Tk 20 crore 41 lakh from Singapore. Mamun owns several houses in the city's prime areas, including a magnificent house at Gazipur for weekend recreation.

It really beggars the imagination to think of the amount of wealth that has been amassed by Mosaddek Ali Falu, who enjoyed enormous power and privileges as a political secretary to the former Prime Minister Khaleda Zia. Falu owns four multi-storied buildings in the capital and a villa at Gazipur. A mini-zoo has been setup in his villa. Besides, he owns around one hundred bighas of land in Savar.
Haris Chowdhury, another political secretary to former Prime Minister Khaleda Zia, also amassed immense wealth using his close link with the prime minister. His ill-gained properties include five houses in Dhaka, fixed deposits for Tk ten crore, and a house and a shopping mall in London.
Besides, he owns a large number of shares of different companies, worth crores of Taka. Along with his political post, Haris runs a humble car sales centre in the capital. An anti-graft tribunal has sentenced him to three years imprisonment for not submitting his wealth statement to the ACC.
Former state minister Lutfuzzaman Babar hushed up a murder case for such an immense amount, that many of us cannot even dream of earning in a lifetime. Babar's portfolio was a magic lamp, and he made a huge fortune by abusing official power.
Two sons of former finance minister M. Saifur Rahman took lease of 200 acres of government land in Srimangal upazila almost free of cost. Shafiqur Rahman Babu took lease of 100 acres of land worth Tk 95 lakh for only Tk 500, while another son, Kaisar Rahman, got 100 acres of government land to set up a fish farm. Saifur's eldest son, Naser Rahman, is already under custody because of suspected corruption.

The trial of bigwig corruption suspects has frightened their wives and children, because family members of many accused have already been arrested. The wife, daughter, and two sons of former state minister for power, Iqbal Hasan Mahmud, have been sent to jail. They were charged with assisting Mahmud in amassing wealth through corruption.
Sabera Aman, wife of former state minister Amanullah Aman, has been sentenced to three years imprisonment on graft charges. Sigma Huda, wife of former minister Najmul Huda, was sent to jail on a stretcher. Khoshnud Asgar, wife of former BNP lawmaker Ali Asgar Lobi, is also in jail custody in a graft case. Falu's wife Mahbuba Sultana is on the run to evade arrest.
Cases have also been filed against the wives and children of many high-profile corruption suspects, including some former ministers. Though the people have welcomed this crusade against corruption, they are not in support of such actions against the wives and children of the bigwig corruption suspects.

The government may take a lenient view of the wives and children of the corruption suspects, if they are accused of only having ill-gotten wealth in their names. They may be spared if they give a declaration that they do not own the money or the property kept in their names.
According to a newspaper report, the government has so far listed only 154 clean politicians, searching across the country through its intelligence agencies, who are eligible to be candidates in the next parliamentary election. The list includes 70 persons from BNP, 56 from AL, 13 from Jatyo Party (E), 8 from Jamaat-e-Islami and 7 from LDP. Unfortunately enough, no top leaders of these political parties have been included in the list.

The revelation of the enormous ill-gained wealth of some bigwigs has begotten a feeling of scorn among the people. The question that is weighing on their minds is how much wealth does one need to lead an ultra-luxurious life? Most of these persons come from poor families. "From rages to riches" is the phrase that truly describes their condition.

These imprudent persons, having endless greed for wealth, had no time to think that such wealth might be a snare for them. Tarique Rahman, who shed tears in the court, revealed his feeling of the woes of wealth. Endless greed for wealth has made him the symbol of corruption.
In a rare event in the country's history, the powerful and supreme individuals who had created a culture of impurity, where mindless plundering and high corruption thrived, are now facing trail at the newly constituted special courts. They have now to endure the woes of the wealth that they amassed illegally at the expense of the country. The people want a thorough cleansing once and for all, for a decent body politic where their aspirations could be realized. They really do not want to live in limbo any more.