Wednesday, June 12, 2013

জিয়ার লাশ ও মাজার রহস্যের ধুম্রজাল! মোকতেল হোসেন মুক্তি, মুক্তিযোদ্ধা এবং সভাপতি, মালদ্বীপ আওয়ামী লীগ।



মিথ্যা বানোয়াট কল্প কাহিনীর সফল রুপায়নের মাধ্যমে দেশবাসীকে বিএনপি কর্তৃক গোটা জাতিকে প্রতারনা করা হয় নিহত জিয়ার ক্ষত বিক্ষত লাশের রহস্যময় দাফন ও ভূয়া মাজার নির্মাণের নাটকের মাধ্যমে। এ নাটকের মূল নায়ক বি চৌধুরী স্যার কি বলবেন জানিনা? জিয়ার যদি সত্যিকারে কোন গুলিবিদ্ধ মৃত লাশ পাওয়া গিয়ে থাকে, তাহলে ওই মৃত দেহ কে কখন বা কোথায় দাফনের পূর্বে মুসলিম প্রথা অনুযায়ী গরম পানি আর বড়ঈ পাতায় গোসল করানো হয়েছিল? যদি হয়ে থাকে তবে কে গোসল করিয়েছিল? এবং সে গোসল স্থানটিই বা কোথায়? একজন রাষ্ট্রপতির  মৃত্যুর পর তাঁর লাশ দেখতে লক্ষ কোটি ভক্তই নয়, শত সহস্র সাংবাদিকদেরও ভীড় হবার কথা। কেউ না কেউ কোন না কোন ভাবে ছবি তুলেছেন। কারন জিয়ার মৃত্যুর পরেও বিএনপি সরকারই ক্ষমতায় ছিলেন। কত শত মিডিয়ার লোক উল্লেখিত গোসলের স্থানে থাকার কথা। এমন কেউ কি আছেন যিনি সচক্ষে দেখেছিলেন? এমন কি কেউ আছেন যিনি গোসলের দৃশ্য নিজে দেখেছেন অথবা নিজে গোসল করিয়েছেন?
জিয়ার লাশ ও মাজার রহস্যের ধুম্রজাল!
যদি নাই থাকে তাহলে চট্টগ্রাম থেকে জাতীয় পতাকায় আবৃত শুন্য কফিন কেনো হেলিকপ্টারে ঢাকা আনার বানোয়াট মিথ্যা নাটোক করা হল? কেন জাতিকে এতো বড় প্রতারনা করা হল? এখানেই শেষ নয় সরকারের সোনার চেয়ে মূল্যবান কোটি টাকার জমি তছরুপের মাধ্যমে শের ই বাংলা নগরের বিশাল জমি বেদখল করে ভূয়া লাশের ভূয়া মাজার স্থাপনের বানোয়াট মিথ্যা কল্প কাহিনী রচনা করে জাতিকে  কেনো এতো বড় প্রতারণা করা হল? আসল কথা হল জিয়ার কোন লাশই পাওয়া যায় নি। তাহলে কাকে দাফন করা হয়েছিল এই ভূয়া কবরে? আজ জাতি জিয়ার এই ভূয়া মাজারের রহস্য জানতে চায়।
মোকতেল হোসেন মুক্তি, মুক্তিযোদ্ধা এবং সভাপতি, মালদ্বীপ আওয়ামী লীগ।   

No comments:

Post a Comment